Print Date & Time : 24 August 2025 Sunday 6:57 am

ঘাটাইলে হাইস্কুলের পুকুরের মাটি যাচ্ছে  সভাপতির ইটের ভাটায়

 (টাঙ্গাইল) প্রতিনিধি:  টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া লোকেরপাড়া স্যার আব্দুল হালিম গজনবী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পুকুরের মাটি রাতের আধারে কেটে নিয়ে যাচ্ছে  ওই বিদ্যালয়ের সভাপতির ইটের ভাটায়।  খোঁজ নিয়ে জানা যায়, সিংগুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন বিদ্যালয়ের নিজস্ব বিশাল পুকুর সংস্কারের নামে কোনো প্রকার রেজুলেশন ছাড়াই বিদ্যালয়ের সভাপতি আব্দুর রউফ শামিম ও প্রধান শিক্ষক মাহবুবুল আলম চৌধুরী দিপুর  যোগসাজশে সভাপতির ইটের ভাটায় মাটি বিক্রি করে দিচ্ছে।

গেলো রমজানে স্কুল বন্ধ হওয়ার পর থেকে পুকুর সেঁচে ৮ থেকে ১০ ফিট গভীর করে ভেকু দিয়ে অধিকাংশ মাটি ঈদের আগের দিন পর্যন্ত কেটে নেয়। ৩ দিন বিরতীর পর ১৪ এপ্রিল রবিবার রাত নয়টা থেকে পুনরায় ভেকু দিয়ে মাটি কাটা শুরু করে। পরে ট্রাকে করে স্কুলের তিন শ মিটার দুরে সভাপতির মালিকানাধীন সুজন ব্রিকসে নিয়ে যায়।

বিষয়টি নিয়ে ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই করেন নি।

এব্যপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুল আলম চৌধুরী দিপু বলেল, কিছু মাটি কেটে মাঠ সংস্কার করার কথা, রাতে মাটি কেটে ইটের ভাটায় নেওয়ার বিষয়টি আমার জানা নাই।

 এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি বলেন, বিদ্যালয়ের উন্নয়নের প্রয়োজনে কিছু মাটি বিক্রি করা হয়েছে, দরকার হলে আরো বিক্রি করতে হবে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি কিশোর কুমার দাস বলেল, একরম কাজ করে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৭ এপ্রিল ২০২৪