চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম এর সাথে উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক একুশে পদকপ্রাপ্ত শিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সোমবার ৩০ সেপ্টেম্বর দুপুর ২টায় নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমকে সংগঠনের পক্ষ থেকে
শুভেচ্ছা জানানো হয় এবং বিনয়বাঁশী জলদাসের জীবনী সংক্রান্ত গ্রন্থ লোকবাদক বিনয়বাঁশী বইটি উপহার হিসেবে তাঁর হাতে তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অনুপম বড়ুয়া পারু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব জলদাস ও সাংবাদিক মোঃ হাসান প্রমুখ।
উল্লেখ্য জেলা প্রশাসক ফরিদা খানম মহোদয়
সংগঠনের কর্মকাণ্ড পরিচালনার জন্য ও সংগঠনের শ্রী বৃদ্ধির লক্ষ্যে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি

Discussion about this post