চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পদার্থবিজ্ঞান ১ম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র, যুক্তিবিদ্যা ১ম পত্র বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ৩০০ জন পরীক্ষার্থী। যা শতকরা হিসেবে ১ দশমিক ৭২ শতাংশ প্রায়। মঙ্গলবার (১৫ নভেম্বর) শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ তথ্য জানান।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে— চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১১১টি কেন্দ্রে মোট ৭৫ হাজার ২১৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৭৩ হাজার ৯১৪ জন পরীক্ষার্থী।
এরমধ্যে চট্টগ্রামে ৫৮ হাজার ৪০২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৫৭ হাজার ৪৪০। অনুপস্থিত ছিল ৯৬২ জন। কক্সবাজার জেলায় ৭ হাজার ৯৯০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৭ হাজার ৮৩০ জন এবং অনুপস্থিত ছিল ১৬০ জন। রাঙামাটি জেলায় ২ হাজার ৮৮২ জনের মধ্যে অংশ নেয় ২ হাজার ৮৩২ জন। অনুপস্থিত ছিল ৫০ জন পরীক্ষার্থী।
একইভাবে খাগড়াছড়ি জেলায় ৩ হাজার ৪৯৫ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৪২৩ জন এবং অনুপস্থিত ছিল ৭২ জন। বান্দরবান জেলায় ২ হাজার ৪৪৫ জনের মধ্যে অংশ নেয় ২ হাজার ৩৮৯ জন এবং অনুপস্থিত ছিল ৫৬ জন পরীক্ষার্থী।
বা// দৈনিক দেশতথ্য// ১৬ নভেম্বর//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post