Print Date & Time : 14 September 2025 Sunday 10:28 am

চট্টগ্রাম অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় আনুমানিক ৩০-৩৫ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে টাইগারপাস রেলওয়ের কলোনির ১১ নম্বর বিল্ডিংয়ের সামনে তালাবদ্ধ একটি টিন শেড ঘর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, তালাবদ্ধ ওই কক্ষের ভেতর থেকে আজ সকালে পচা দুর্গন্ধ পাচ্ছিল আশপাশের লোকজন। পরিস্থিতি সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) শহীদুর রহমান বলেন, আজ সকালে তালাবদ্ধ একটি কক্ষ থেকে আমরা ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করছি। তার মুখ, হাত, পা লুঙ্গি এবং গামছা দিয়ে বাধা ছিল। মরদেহ ফুলে গেছে। ঘরের ভেতরে আমরা রক্তের চিহ্ন পেয়েছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//