Print Date & Time : 14 September 2025 Sunday 12:44 am

চট্টগ্রাম অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক লীগের সভা

চট্টগ্রাম অটোরিক্সা অটোটেম্পু শ্রমিক লীগের (রেজিঃনং-চট্ট-১৪৬৯) এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ সেপ্টেম্বর (বুধবার) বেলা ১১ টায় নগরের কালামিয়া বাজারস্থ সংগঠনের কার্যালয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইলিয়াচের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকনের সঞ্চালনায় সাধারণ সভায় ৩ সদস্যের নির্বাচন উপ-পরিষদ অনুমোদিত হয়েছে।।

‌সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য, আমিন জুটমিল সিবিএ এর সাবেক সভাপতি মহব্বত আলী খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব, নগর শ্রমিকলীগ নেতা, অত্র ইউনিয়নের নির্বাচন উপ-পরিষদের সভাপতি কাঞ্চন দাস, নগর শ্রমিক নেতা নির্বাচন উপ- পরিষদের সদস্য নুরুল ইসলাম, নগর শ্রমিক লীগ নেতা নির্বাচন উপ- পরিষদের সদস্য আক্তার হোসেন,, আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ অটোরিকশা অটোটেম্পু সিএনজি শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগররের সাধারণ সম্পাদক ইসমাইল সরকার বেলাল, কেজিডিএল ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার বড়ুয়া, চান্দগাঁও থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন হাওলাদার, বায়োজিদ বোস্তামী থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দিন, নগর শ্রমিকলীগ নেতা মনির হোসেন ও আবদুল হক সাহেব, উক্ত ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস -২, যুগ্ম সম্পাদক খাযের আহামদ খোকন, সহ সাধারন সম্পাদক নাজিম উদ্দীন, দপ্তর সম্পাদক হেদায়েতুল্লাহ, প্রচার সম্পাদক মোহাম্মদ সফি, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সদস্য মোহাম্মদ ওয়াসিম, সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি আবদুল মান্নান, নোয়াপাড়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রমজান, হাটহাজারী শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিস, নেয়ামত আলী শাখার মোহাম্মদ সোহাগ, চান্দগাঁও থানা কমিটির সভাপতি মোহাম্মদ শাহেদ প্রমূখ সহ অন্যান্য সিনিয়র নের্তৃবৃন্দ।

দৈনিক দেশতথ্য//এইচ/