পাশের হার ৯৮.৩৮%
নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশে’র অধীনে দেশব্যাপী মাদরাসা সমূহের কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
সম্প্রতি বোর্ডের প্রধান কার্যালয় মিলনায়তনে বোর্ডের মুহতারম চেয়ারম্যান হযরত আল্লামা খলিল আহমদ কাসেমী সাহেব (দা.বা.) এর হাতে কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল তুলে দেন বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব আল্লামা মুফতি জসীমুদ্দীন সাহেব (দা.বা.) ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী মুহাম্মদ আলী সাহেব (দা.বা.)।
অনলাইনে ফলাফল দেখতে- (www.nooraniboardctg.com)
এবারের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ২৮৮৯ টি কেন্দ্রে, ৯৫৪৬ টি প্রতিষ্ঠানের, ৬৬২১৪৯ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। পাশের হারছিল ৯৮.৩৮% । জিপিএ-৫ পেয়েছেন মোট ৩৯৫৫০ জন শিক্ষার্থী।
বোর্ডের সিনিয়র প্রশিক্ষক মাওলানা কামরুল ইসলাম সাহেবের সঞ্চালনায় ও পুস্তক হিসাব নিয়ন্ত্রক মাওলানা হেলাল উদ্দিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বোর্ডের সহ-সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী মুহাম্মদ আলী কাসেমী সাহেব (দা.বা.), প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বোর্ডের মুহতারম চেয়ারম্যান ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমী সাহেব(দা.বা.), বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর সহযোগী পরিচালক
আল্লামা মুফতী জসীমুদ্দীন সাহেব(দা.বা.), উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান সাহেব, সাংগঠনিক সচিব মাওলানা জমির উদ্দিন সাহেব, যুগ্ম মহাসচিব মাওলানা মীর মুহাম্মদ আনিস সাহেব, অর্থ সচিব হাফেজ মাওলানা ইসমাইল সাহেব, সহ অর্থ সচিব মাওলানা ওসমান ফয়েজ সাহেব, সম্মানিত সদস্য মাওলানা ইউনুস সাহেব, মাওলানা ওসমান শাহানগরী সাহেব, প্রশিক্ষক ও পরিদর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আবুল হাসেম, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা মনজুরুল ইসলাম-মনজুর, মাওলানা নুরুল আবসার সাহেব, মাস্টার আনিসুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
রুবেল//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২২,২০২৩//

Discussion about this post