হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাতিল ও ফি কমানোর দাবিতে মানববন্ধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বেলা দুইটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে অংশগ্রহনকরা শিক্ষার্থীরা “পৌষ্যকোটার অধিকারী, তুমি কি ভিখারি, পৌষ্য কোটার গদিতে আগুন জ্বালাও একসাথে, জনে জনে কবর দে, পৌষ্যকোটা কবর দে, জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
ইসলামিক স্টাডিজ বিভাগের আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিতমানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম, জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে, আমরা একটি স্বাধীন সুন্দর সার্বভৌম রাষ্ট্র গঠন করেছি, এ রাস্ট্রে থাকবে না কোন বৈষম্য থাকবে না কোন কোটা প্রথা, এই কোটা হাজারো মেধাবী শিক্ষার্থীদের গলার কাটা। হাজারো মেধাবী শিক্ষার্থী এই কোটা প্রথার কারনে তারা তাদের স্বপ্ন পুরণ করতে পারেনা। আর এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানেও এ কোটা প্রথা চালু রয়েছে। আমরা অতি দ্রুত এ কোটা প্রথা, পৌষ্য কোটা ও ভর্তি পরীক্ষা ফি কমানোর জোর দাবী জানাচ্ছি।”
এতে অন্যাআরবি বিভাগের সাকিব, মাহমুদ রুমী, আইন বিভাগের সাব্বির আহমেদ রিয়াদ, ইতিহাস বিভাগের তাহসান হাবিব, আরবি বিভাগের মাহফুজুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের মুজাহিদুল ইসলাম মুজাহিদ, নাট্যকলা বিভাগের রিয়াজুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post