খুলনা সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক ও মুসলিম লীগের সভাপতি সিরাজুল ইসলাম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রোববার (৫ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ৬৭নং হাজী মহসিন রোডের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সিরাজুল ইসলামের বড় ছেলে শফিকুল ইসলাম সিপার বলেন, তার আব্বা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তারা দুই ভাই ও চার বোন। আম্মা আগেই মারা গেছেন। মরহুমের জানাজা আছর নামাজ বাদ খুলনার শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে।
এদিকে কেসিসির প্রথম মেয়র সিরাজুল ইসলামে মৃত্যুতে খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একইসাতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০৪,২০২৩//