পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সহ কোষাধক্ষ্য আরিফ হাসান জজ ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কমিজ উদ্দিনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা দাবির ঘটনার একটি ভিডিও খবর প্রচার করে কালবেলা পত্রিকা। প্রচারিত ভিডিও ফুটেজে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি মিছিলের ভিডিও ফুটেজ দেখানো হয়। চাঁদা দাবির ঘটনার সাথে এ ধরণের ভিডিও ফুটেজ দেখানোয় বিএনপির নামে গভীর ষড়যন্ত্র উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে উপজেলা ও পৌর বিএনপি।
রোববার (০৫ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলার সাহেব ডাঙা স্টেডিয়াম মাঠে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম প্রধান, যুগ্ম আহ্বায়ক শপিকার রহমান, সদস্য শওকত হায়াত প্রধান বাবু, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল।
এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ জানিয়ে পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল বলেন, ‘ওই পত্রিকার ডিজিটাল প্লাটফর্মের ভিডিও নিউজে শ্রীরামপুর ইউনিয়নের নামধারী বিএনপির সহকোষাধক্ষ্য আরিফ হাসান জজ ও এ ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি কমিজ উদ্দিনের নিকট চাঁদা দাবির যে কথোপকথন হয়েছে। তা নিয়ে উপজেলা বিএনপি ব্যবস্থা নিয়েছে। কিন্তু কালবেলা পত্রিকার নিউজে যে ভিডিও দেখানো হয়েছে তাতে গত ২ জানুয়ারি পাটগ্রাম পৌর শহরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর ভিডিও ফুটেজ।
চাঁদা দাবির ঘটনার সাথে দেখানো ভিডিও অসঙ্গতিপূর্ণ ও চরম আপত্তিকর। এতে আমাদের দলের ভাবমূর্তি সুকৌশলে ক্ষুন্ন করার চেষ্টা করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ এ সময় তিনি সাংবাদিকদের মিথ্যা খবর পরিহার ও বস্তুনিষ্ঠ সত্য খবর পরিবেশনের আহবান জানান।’