Print Date & Time : 25 August 2025 Monday 6:23 am

চাঁদা না দেওয়ায় তুলে ফেলেছে সড়কের কার্পেটিং

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ীতে সদ্য কার্পেটিং করা একটি সড়কের বিভিন্ন স্থান খুঁড়েছেন একটি পক্ষ। ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ, একটি মহল চাঁদা না পেয়ে এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত বুধবার জুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের ভিত্তিতে জানা গেছে, সড়কের কাজ শেষ হয়েছে (২৭ ফেব্রুয়ারী) ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন স্থানীয় একটি বিদ্যালয়ের মাঠ থেকে সরঞ্জামাদি নিয়ে ফিরছিলেন। এক পর্যায়ে উপজেলার ফুলতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের (ইউপি) সদস্য জলিল মিয়া স্থানীয় সরস্বতী বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল পালকে নিয়ে সেখানে যান।

তাঁরা ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে আটকে রাখেন। মাঠ পরিষ্কার করানোর জন্য জলিল মিয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের ফোরম্যান মোশাহিদ মিয়ার কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে।

ইউপি সদস্য জলিল মিয়াকে ২ হাজার টাকা চাঁদা দেওয়া হয়।

উল্লেখ্য; উপজেলার স্থানীয় বটুলি মসজিদের নির্মাণ কাজের জন্য নতুন বাজার এর বাসিন্দা জমির উদ্দিন ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। একটি পক্ষ সড়কের কয়েকটি স্থানে সড়কের কার্পেটিং তুলে ফেলেছে।

এ ব্যাপারে জানতে চাইলে, জুড়ী থানার ওসি সৈয়দ মোহাম্মদ মাঈন উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেন।

দৈনিক দেশতথ্য//এইচ//