Print Date & Time : 6 July 2025 Sunday 10:59 am

চাকরিতে পুর্ন:বহালের দাবিতে বিডিআর সদস্যদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি: ২০০৯ সালে পিলখানায় বিডিআর হত্যাকান্ডের বিচার ও চাকরিচ্যুতদের পুর্ন:বহালের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রোববার সকালে শহরের পায়রা চত্বরে বিপিআর কল্যাণ পরিষদ ঝিনাইদহ শাখার পক্ষ থেকে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

এতে চাকুরিচ্যুত বিডিআর সদস্য বিএম কামরুজ্জামান,হাবিলদার আলিফ হোসেন, মনিরুল ইসলামসহ বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন জেলা শাখার আহ্বায়ক আবু হুরাইরা, সদস্য সচিব সাইদুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, ২০০৯ সালে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার সুষ্ঠু তদন্ত, অন্যায়ভাবে চাকুরীচ্যুত সদস্যদের সরকারি সকল সুযোগ সুবিধাসহ পুণরায় চাকরিতে পুর্ন:বহালসহ ৩ দফা দাবি তুলে ধরেন।