মৌলভীবাজার প্রতিনিধি: চাকরি রাজস্বখাতে দ্রুত স্থানান্তর ও ১৮ মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে মানববন্ধন পালন করেছে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষকরা।
মঙ্গলবার দুপুরে পলিটেকনিক ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গনে সদ্য সমাপ্ত স্টেপ প্রকল্প থেকে রাজস্বখাতে প্রক্রিয়াধিন শিক্ষকদের সংগঠন বাংলাদেশ পলিটেকনিক টিচার্স ফেডারেল (বিপিটিএফ) এর আয়োজনে দাবি আদায়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধন শেষে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ থাকা সত্যেও ৭৭৭ জন শিক্ষকদের রাজস্বখাতে স্থানান্তর দীর্ঘসূত্রিতার কারণে চরম হতাশার মধ্যে রয়েছেন। দ্রুত দাবি আদায় না হলে তারা কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হুমকি দেন।
এসময় বক্তব্য রাখেন, বিপিটিএফ মৌলভীবাজার শাখার সভাপতি মসরুফ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মহসিন আহমদ, শিক্ষক আবু নাছের, মারুফা খাতুন, তারনুমা আহমেদ, মোঃ ওবাইদুল ইসলামসহ অন্যন্যরা।
মানববন্ধনে ছাত্রদের মাঝে বক্তব্য রাখেন মেহেদী হাসান (ফুড টেকনোলজি), রুহান (কম্পিউটার টেকনোলজি), সেন্টু দাস (ইলেকট্রনিক্স টেকনোলজি)।
দৈনিক দেশতথ্য//এল//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post