তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জের বড়চেগ গ্রামে আপন চাচাকে কুপিয়ে জখম করলো ভাতিজা।
মামলা সুত্রের বরাতে জানা যায় এলাকার মোস্তাকিন মিয়ার বখাটে পুত্র বাহরাইন প্রবাসী মৌলা মিয়া(২৮) তার চাচা আব্দুল মুমিন মিয়া(৬০) কে ৩ লক্ষ টাকা ধার দেবার জন্য জোর করছে বার বার। মুমিন মিয়া বলেন, আমি দিতে পারবোনা আমার ঘরের পাকার কাজ চলমান এনিয়ে চাচার সাথে ভাতিজা মৌলা মিয়ার রাগারাগি হয় চাচাকে গালিগালাজ করে।
এরই ধারাহিকতায় ২৫ এপ্রিল রাত অনুমান সাড়ে ৮টার দিকে চাচাকে একা পেয়ে মৌলা মিয়া গংরা ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্যেশ্যে আঘাত করে রক্তাক্ত জখম করে এবং ড্রয়ারে রক্ষিত ঘর নির্মানের জন্য ৩লাখ টাকা চুরি করে নিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা মামলা করলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় ।
আহত আব্দুল মুমিন মিয়াকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এজি ওসমানী হাসপাতালে রেফার্ড করেন প্রায় মাস খানেক চিকিৎসা নিয়ে মুমিন মিয়া এখনো পরিপুর্ণ সুস্থ হতে পারেন নি ।
এঘটনায় মো: নাসির মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হলে অভিযুক্ত মৌলা মিয়াকে আটক করে কারাগারে পাঠায় পুলিশ।
আহত আব্দুল মুমিন মিয়ার দুবাই প্রবাসী ছেলে আলমগির হোসেন আইন প্রশাসনের কাছে তার পরিবারের নিরাপত্তা ও সুষ্ট বিচার প্রার্থনা করেন।
দৈনিক দেশতথ্য//এইচ//