Print Date & Time : 10 September 2025 Wednesday 11:10 pm

চাপারহাটে প্রতিদিন বসে ভারতীয় গরুর হাট

সীমান্তবর্তী হাট চাপারহাট। প্রতিদিন বসে ভারতীয় গরুর হাট। মনে হয় ঈদ লেগেছে।
জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপর ইউনিয়নে গরুর কেনা বেচার জন্য বিখ্যাত চাপারহাট। শীত মৌসুমের শুরুতে এবার দেদারসে আসছে ওপার হতে পাচার হয়ে ভারতীয় গরু। প্রতিদিন ভোর রাত হতে গরু আসা শুরু হয়। হাটে গরু গুলো জমা হয়। প্রত্যেহ পাঁচ শত হতে এক হাজার গরু বেচার জন্য হাটে উঠে। সারাদিন কেনা – বেচা হয় গরু। দেশের বিভিন্ন জেলা হতে পাইকার এসে গরু কিনে ট্রাক বোঝাই করে নিয়ে যায়।

জানা গেছে, দৈইখাওয়া, জাওরানি, বনচুকি, চন্দ্রপুর, ভুটিমঙ্গল, গোড়ল সীমান্তে প্রায় ২০ টি কোঠা (বাঁশের বিশেষ চরকি) দিয়ে শত শত গরু কাঁটাতারের উপর দিয়ে পাচার হয়ে আসছে। প্রতিটি চরকিতে কমপক্ষে ৫০ জন গরুর রাখাল কাজ করে থাকে। সীমান্তে হঠাৎ করে ভারতীয় বিএসএফ মানবিক হয়ে উঠেছে। তারা এখন গরু পাচারকারীর উপর গুলি চালানোর মত বর্বর আচরন করছে না। বরং কোন কোন ক্ষেত্রে গরু ও মাদক পাচারের সময় নিরব ভূমিকায় থাকছে। সীমান্তে যখন গরু পাচারে লোকজন যায়। তখন সীমান্তের দুইধারে হৈ-হুল্লোড় শুরু হয়। দু’ধারে সমাবেশ ঘটে কয়েক শত মানুষের। গভীর রাতে এ-যেন এক অন্যরকম বিশাল কর্মযজ্ঞ। দু’ সীমান্তের অদুরে বিএসএফ ও বিজিবি অস্ত্র হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সীমান্তে সকলে জানে কারা এই অবৈধ গরু ও মাদক পাচারে সাথে জড়িত। শুধু জানে না আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবি এবং গ্রাম পুলিশ। গরু পাচারের অর্থ হিসেবে হুন্ডির মাধ্যমে স্বর্ণ এবং ডলারে ভারতে পাচার হয়ে যাচ্ছে। মহিষখোচা স্কুল এন্ড কলেজের অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ আজিজুর রহমান জানান, এবছর শীতের শুরুতে যেভাবে ওপার হতে গরু আসছে, তাতে মনে হচ্ছে ভারতের সাথে চোরাই পথের অবৈধ ট্রেডের বিনিময় মুদ্রা গরু। যেহেতু ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী সীমান্তে গরু পাচার প্রতিরোধে নিশ্চুপ থাকছে। তাতে তো মনে হচ্ছে ডলার সংকটের কারণে ভারত বাংলাদেশের সাথে গরু বিনিময় মুদ্রা হিসেবে ব্যবহার করছে। ব্যাংকার আমিনুল ইসলাম জানান, একটি দেশের অর্থনীতির গুপ্তঘাতক হুন্ডি, বেকারত্ব, মুদ্রাস্ফীতি। যদিও অর্থনীতিতে হুন্ডির মাধ্যমে বিনিময় প্রথা বৈধ। সেটা যদি রাষ্ট্রের সাথে রাস্ট্রর হয়। মধ্যযুগে হুন্ডি ছিল এক রাজ্য হতে আরেক রাজ্যের বিনিময় মাধ্যম। চন্দ্রপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ কহিনুর রহমান জানান, দেশী গরু নিতে হলে শুক্র ও শনিবার হাটের দিন দেশী গরু উঠে। কেনা- বেচা হয়। এছাড়া প্রত্যেকদিন ভারতীয় গরু হাটে কেনা – বেচা হয়। কোন সমস্যা নেই এখন প্রচুরসংখ্যক ভারতীয় গরু হাটে এলে পাবেন। ইদানিং সীমান্ত দিয়ে প্রচুর গরু আসছে।

দৈনিক দেশতথ্য//এইচ//