কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নে চাউলের কার্ড ও প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে টাকা নিয়েও মিলছে না কার্ড।
জানা যায়, চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর এলাকার বাবলু চেয়ারম্যানের আস্থাভাজন পরিচয় দিয়ে একাধিক মানুষের থেকে জন প্রতি ৩ হাজার, ৪ হাজার করে টাকা নিয়ে কার্ড না করে দিয়ে কার্ডের আশ্বাস দিয়ে হয়রানি করছে দিনের পর দিন।
এ বিষয়ে ৮ নং ওয়ার্ডের বাসিন্দা রোকসানা বলেন, “চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর এলাকার বাবলু আমাকে বলে চেয়ারম্যান মঞ্জুর সাথে আমার হাত আছে সে টাকা খেতে পারে না আমার মাধ্যমে টাকা নিয়ে চেয়ারম্যান কে দিই। আমার স্বামী সাহাদুল একজন প্রতিবন্ধী মানুষ তাকে কার্ড করে দেবে বলে আমার কিস্তি তোলা ৫ হাজার টাকা বাবলুর কাছে দিয়েছি। এখন আমাদের কার্ড ও দেয় না টাকা ও দেয় না দিনের পর দিন ঘোরাচ্ছে”।
আরো বলেন , সরকার সহায়তা করছে গরিবের জন্য। আসলে গরিব লোকেরা কিছু পায় না, পায় ধনীরা। মুখ চিইনা চিইনা তাদের দেয়। আমাদের গরিবের যতটুকু দয়া করে- শুধু আল্লাহই করেন।
নাইম নামের এক যুবক বলেন, “চাউলের কার্ড নেওয়ার জন্য আমি বাবলু কে ৪ হাজার টাকা দিয়েছি। এখন সে নাকি কার্ড করে দিতে পারবে না। টাকা দেওয়ার তিন ডেট পার হয়ে গেল টাকা ও দেইনি কার্ড ও দেইনি”।
এ বিষয়ে চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মঞ্জুর সাথে কথা বললে তিনি বলেন, “বাবলু টাকা নেয়ার বিষয়টি আমি শুনেছি ৭/৮ জন সাংবাদিক এই বিষয়ে ফোন দিয়েছিলো। আমি তাদের সঙ্গে মীমাংসা করে নিতে বলেছি। আর যদি কেউ আমার নাম করে টাকা নিয়ে থাকে তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব”।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,১ এপ্রিল ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post