Print Date & Time : 13 September 2025 Saturday 6:03 am

চাষাড়ায় সড়ক দূর্ঘটনায় ২জনের মৃত্যু

মোঃ রুমান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের একটি গাড়িতে চলন্ত অবস্থায় চালক স্ট্রোক করে মৃত্যুবরণ করে নিয়ন্ত্রণ হারালে ওই দুর্ঘটনায় গাড়ি চাপায় আরো একজনের মৃত্যু ঘটেছে। আহত হয়েছে আরো ৮ জন।

তাদেরকে গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

২৪ জুলাই সকাল সাড়ে ১০টায় চাষাঢ়া সান্তনা মার্কেটের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান জানান, ফতুল্লার বিসিকে একটি শিল্প কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাওয়ার সময়ে সান্তা মার্কেটের সামনে চালক হঠাৎ করে অসুস্থ বা স্ট্রোক করে। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও প্রাইভেটকার সহ অটো রিকশাকে চাপা দেয়। এতে আনন্দ গাড়ির নিচে একজন পথচারী ঘটনাস্থলেই মারা যান। হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের উপ পরিচালক আকতারুজ্জামান জানান, তাদের গাড়ি চালক জাহাঙ্গীর মারা গেছেন।

দৈনিক দেশতথ্য//এস//