Print Date & Time : 12 September 2025 Friday 3:54 pm

চিকিৎসকের উপর হামলা, এএসআই নাঈম ক্লোজড

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পুলিশের এএসআই নাইমকে চিকিৎসকের উপর হামলার অভিযোগে পুলিশ
লাইনে ক্লোজ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, এএসআই নাঈম শেখকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে কর্মবিরতির দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে রোগীদের টিকিট দেওয়া শুরু হলেও ১০ টার দিকে বন্ধ করা হয়৷ কর্মবিরতি পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে বেলা ১১ টায় জরুরী সভা ডেকেছে বিএমএ খুলনা।

খুমেক হাসপাতালে টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা রিনা বেগম জানান, সাড়ে নয়টার দিকে আমাদের নির্দেশনা দেয়া হয়েছিল টিকিট দেওয়ার জন্য। আমরা চল্লিশটির মতো টিকিট দিয়েছি রোগীদের। এরপর আমাদের জানানো হয় বেলা ১১ টায় সভা অনুষ্ঠিত হবে, সভা শেষে সিদ্ধান্ত জানানো হবে। আর যারা টিকিট
সংগ্রহ করেছে, তাদেরকে জরুরি বিভাগে ডাক্তার দেখানোর জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।