Print Date & Time : 7 September 2025 Sunday 7:25 am

চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

মারফত আফ্রিদী, মিরপুর
কুষ্টিয়ার মিরপুরে চলতি ২০২৪-২০২৫ অর্থ বছরে নিম, বেল, জাম ও কাঁঠালের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২শ’ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৮শ’ চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে জলবায়ু পরিবর্তন ও বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা বিষয়ক সেমিনার শেষে শিক্ষার্থীদের মাঝে এ চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, বৃক্ষরোপণ পরিবেশ ও মানব জীবনের জন্য অপরিহার্য। গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহ করে, যা আমাদের শ্বাস-প্রশ্বাস এবং সামগ্রিক পরিবেশের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ।
এছাড়াও বৃক্ষরোপণ ভূমিক্ষয় রোধ করে, মাটির উর্বরতা বাড়ায় এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে। বৃক্ষরোপণ কার্বন নিঃসরণ কমাতে এবং জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং, পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানব জীবনের উন্নতির জন্য বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজনীয়।
বিশেষ অতিথি’র বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃক্ষরোপন পরিবেশ সুরক্ষা ও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ। বৃক্ষ মানুষের পরম বন্ধু। বিপুল মানুষের পদভারে কম্পিত এ সুজলা-সুফলা পৃথিবী প্রতিদিন বৃক্ষশূন্য হচ্ছে। তাই জীবনের জন্য জীবিকার জন্য বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বৃক্ষ মূলত পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুুর ভারসাম্য বজায় রাখে। গাছপালা নিয়মিত বৃষ্টিপাতে সাহায্য করে এবং নদীর ভাঙ্গন থেকে ভু-ভাগকে রক্ষা করে। মোটকথা, পৃথিবীকে মনুষ্যবাসের উপযোগী করতে বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা অত্যধিক।
এসময় আরো বক্তব্য রাখেন, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী ও মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী।