হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
“বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ”র মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর মেখল ইউনিয়নস্থ হিন্দু ধর্মাম্বালীদের তীর্থ স্থান ঐতিহাসিক শ্রী শ্রী পুন্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকাল ৫ টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে ডিএমপি।
ঢাকা মহানগর ডিবি পুলিশ প্রধান রেজাউল করিম মল্লিক ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত।
জানা গেছে, চলতি বছরের গত ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে চট্টগ্রামে একটি মামলা দায়ের এক ব্যক্তি । মামলার পরই আইনশৃঙ্খলা বাহিনী দুজনকে গ্রেপ্তার করে। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশও অনুষ্ঠিত হয়।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর সোমবার এক সপ্তাহ পূর্বে বুদ্ধিজীবি কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার ওই মন্দির পরিদর্শন করে বিভিন্ন বিষয় নিয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ অন্যান্যদের সাথে আলোচনা করেন। এসময় সাথে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের শিক্ষক কুশল বরণ চক্রবর্ত্তী গণমাধ্যমকে জানিয়েছিলেন, ফরহাদ মাজহার বাঙালি সংস্কৃতির বিকাশ, বাঙালি হিন্দু-মুসলমানদের সাংস্কৃতিক দূরত্ব কীভাবে ঘোচানো যায় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

Discussion about this post