শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ার চুকনগর বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন ভারতীয় হাই-কমিশনার বিক্রম দোরাইস্বামী। বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ৮টায় শহীদদের স্মরণে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ (এমপি), গণহত্যা ৭১স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দীন, মাষ্টার সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অধ্যাপক জিএম ফারুক হোসেন, নাজমুল ইসলাম বাবু প্রমুখ।
এসময় গণহত্যা ৭১স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম চুকনগরে গণহত্যার সময় অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হয়েছিল দাবি করে তিনি বলেন, বিনা চিকিৎসায় তারা মারা গিয়েছিল। তাই চুকনগর বধ্যভূমি প্রাঙ্গণে একটি হাসপাতাল নির্মাণের জন্য ভারতীয় হাই কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এসময় ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক দেশতথ্য//এল//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post