শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট থেকে:
গতকাল রবিবার দিবাগত রাত ৮ টায় জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা সাধুর বাজারে চুরির অপবাদ দিয়ে এক শিশুকে খুঁটিতে বেঁধে বেধড়ক পিটিয়েছে প্রভাবশালী মহলটি।
জানা গেছে, রাতে সাধুর বাজার রফিকুল ইসলামের দোকানের খুঁটিতে শিশুটি কে বেঁধে চুরির অপবাদ দিয়ে পিটিয়েছে। অত্যন্ত প্রভাবশালী এই মহলটির সাথে শিশুটির স্বজনদের বচসা চলে আসছিল। শিশুটির বাবা ১১ বছর আগে তার মাকে তালাক দেয়। শিশুসহ মা সাধুরবাজার এলাকায় নানার বাড়িতে বসবাস করে আসছে। মা অন্যের বাড়িতে কাজ করেন। নানাও দিনমজুর।
স্কুল শিক্ষক মোঃ হাসেম আলী জানান, কোন অবস্থায় শিশুটি কে বেঁধে রেখে পিটানো উচিৎ হয়নি। এটা মারাত্মক একটি অপরাধ। এভাবে চলতে থাকলে সমাজিক শৃংখলা ভেঙ্গে পড়বে। ঘটনার পর হতে পরিবারটি আতংকে বাড়ির বাহির হচ্ছে না। শিশুটিও তার বিদ্যালয়ে যায়নি। শিশুটির জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে।
এদিকে হাতীবান্ধা থানার ওসি জানান, ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। ঘটনাটি সত্য। তবে শিশুটির মা ও স্বজনরা কোন অভিযোগ করেনি। ফলে আইনি পদক্ষেপ নেয়া হয়নি।