জামালপুরের মাদারগঞ্জে সাকিব তালুকদার (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রোববার (২৯ মে) রাত ১১টার দিকে উপজেলার গাবেরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত সাকিব তালুকদার ওই এলাকার সাজ্জাত তালুকদারের ছেলে। সোমবার (৩০ মে) লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ।
পরিবার সূত্রে যানা জায়, গত ২৫ মে পিকআপ ভ্যানের ব্যাটারি চুরির মিথ্যা অপবাদ দেন তার চাচা শাহজাদা তালুকদার। তাঁকে পুলিশে দেওয়ার হুমকি ও থানায় মামলা হয়েছে বলে ভয়ভীতি দেখান। এতে সাকিব ভয় পেয়ে ২৬ মে বাড়ি ছেড়ে নারায়ণগঞ্জ চলে যান। পরে কোনো কাজ না পেয়ে গতকাল সন্ধ্যায় বাড়ি ফেরেন। ফিরে আসার পর পুনরায় তাকে হুমকি দিতে থাকে। অপমান সইতে না পেরে ঘরের পাশে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সাকিব। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তার পরিবারের সদস্য সাদিয়া তালকুদার বলেন, অভিযুক্তরা আগে থেকেই আমাদের ওপর অত্যাচার করত। হাসপাতাল থেকে আমার ভাইয়ের লাশ বাড়িতে নিয়ে এসে দেখি রাসেল তালুকদার ও তাঁর শ্বশুরবাড়ির লোকজনরা আমার মা ও বোনকে মারধর করেছে। কোনো প্রমাণ ছাড়াই আমার ভাইয়ের ওপর মিথ্যা অভিযোগ এনে তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে দিছে। এ ঘটনায় আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই। আমার ভাইয়ের হত্যার বিচার চাই।
পুলিশ পরিদর্শক (তদন্ত) আরশেদ আলী জানান, নিহত সাকিবের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার যদি লিখিত অভিযোগ দায়ের করে তাহলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এবি//দৈনিক দেশতথ্য//মে ৩০,২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post