Print Date & Time : 2 July 2025 Wednesday 8:48 pm

চুরির অযুহাতে শিশুকে গাছে বেঁধে নির্যাতন

শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট:

জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নে ১০ বছরের এক শিশুকে টাকা চুরির অভিযোগে সুপারি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে।

শিশুটি এখন আদিতমারী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মানুষ দেখলে আর্তকে উঠছে।
তাকে নির্যাতন করেছে সুরুজ মিয়া । তিনি ভেলাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল যুগ্ম সাধারণ সম্পাদক। গতকাল সোমবার এ ঘটনায় শিশুটির বাবা স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ আলীসহ ৪জনের নামে আদিতমারী থানায় অভিযোগ করেছে।

এদিকে গত ২৬ ডিসেম্বরের শিশু টিকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ১৭ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ছড়িয়ে পড়ে।

স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ আলীর ৮হাজার টাকা চুরি হয়। এই চুরি অপবাদ প্রতিবেশী শিশু টি কে গাছের সাথে বেধে নির্যাতন করা হয়।
শিশু অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় ছেলেকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়।
সেখানে তার চিকিৎসা চলছে। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজের বিরুদ্ধে শিশুকে নির্যাতনে আদিতমারী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আসাদুল হাবিব মানিক জানান, ঘটনাটি গণমাধ্যম কর্মীর মাধ্যমে শুনেছি। তদন্ত করে জেলা পর্যায়ের নেতাদের নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা আইনানুযায়ী গ্রহণ করা হবে।