চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী গ্রাম থেকে ৯ কেজি ৪৩০ গ্রাম ওজনের রূপো পরিত্যাক্ত অবস্থায় জব্দ করেছে বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। জব্দ করা রূপোর বাজার মূল্য ১৬ লাখ ১৬ হাজার ৯৪০ টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি শনিবার (২৪ জুলাই) দুপুরের পর এক সংবাদ বিজ্ঞপ্তীর মাধ্যমে জানান, শুক্রবার দিনগত রাত আনুমানিক ১১টার দিকে ভারতে রূপো পাচার করা হচ্ছে এমন সংবাদ পেয়ে বড়বলদিয়া বিওপির বিশেষ টহল দলের বিজিবি সদস্যরা নায়েব সুবেদার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। সে সময় দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী গ্রামের আবুল কাশেমের বাড়ীর বাঁশবাগানের উত্তর পাশ থেকে বাজারের ব্যাগে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাক্ ারূপো জব্দ করা হয়। জব্দ করা রূপো দর্শনা থানায় জমা করে এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে।