Print Date & Time : 4 July 2025 Friday 1:26 pm

চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি ॥ খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালীর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসকে হুকুমের আসামী করে ৬ জনের নামে নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার (৮ অক্টোবর) জুম্মার নামাজ শেষে উপজেলার গজালিয়া জামে মসজিদের সামনে প্রধান সড়কের উপর ্এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে বুধবার সকালে চাঁদখালী বাজারে মাংস বিক্রি নিয়ে কসাই মিজানের সাথে এক ক্রেতার কথা কাটা কাটির এক পর্যয়ে মারপিটের ঘটনা ঘটে। বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে কসাই মিজানকে দিয়ে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসকে হুকুমের আসামী করে ৬ জনকে আসামী করে আদালতে একটি মামলা করা হয়।

এর প্রতিবাদ ও হয়রাণিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী এ মানব বন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেন নব নির্বাচিত ইউপি সদস্য আব্দুল্লাহ সরদার, সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান, অহেদুজ্জামান ভুট্টো, সাব্বির হোসেন, সামছুর রহমান, খান জাহান আলী, আরশাফ আলী ও রাজ্জাক সরদার।

বক্তারা বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও ২০ সেপ্টেম্বর নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী মুনছুর অঅলী গাজী স্থানীয় মিজানকে দিয়ে এ হয়রাণিমূলক মামলাটি মামলা দায়ের করিয়েছেন। এসময় তারা অবিলম্বে মিথ্যা-হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।