আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ভঙ্গুর এক দলই পাচ্ছে অস্ট্রেলিয়া। কেননা নিয়মিত ক্রিকেটারদের মধ্যে সেরা ৫ জনকে ছাড়াই খেলতে হবে তাদের। যেখানে সর্বশেষ সংযোজন মিচেল স্টার্ক! অজি এই পেসার ব্যক্তিগত কারণে আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
বাঁহাতি এই ভয়ঙ্কর তারকা নিজেকে সরিয়ে নেওয়া মানে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির দলে অস্ট্রেলিয়ার মূল পেসাররা কেউ থাকছেন না। তার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড।
এ ছাড়া দলে নেই মার্কাস স্টোয়নিস ও মিচেল মার্শ। কামিন্স-হ্যাজলউড দুজনই সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে চোটে পড়েছিলেন। অ্যাঙ্কেলে পাওয়া আঘাত থেকে এখনো সেরে ওঠেননি কামিন্স। হ্যাজলউডের চোট আরও গুরুতর। নিতম্বে অস্বস্তির পাশাপাশি ও পায়ের পেশিতেও টান ধরেছিল তাঁর। আগের তুলনায় এখন কিছুটা ভালো বোধ করলেও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার মতো অবস্থায় নেই।
অবশ্য হুট করেই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার স্টোয়নিস। এর আগে আরেক অলরাউন্ডার মিচেল মার্শ পিঠের চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে সরে দাঁড়িয়েছেন।
অস্ট্রেলিয়ার এই দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। ৫ ক্রিকেটারের বদলি হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির দলে এসেছেন—শন অ্যাবট, বেন ডোয়ারশিস , জ্যাক ফ্রেজার–ম্যাগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাংহা।
আগামী ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ। এই ম্যাচে মাঠে নামার শ্রীলংকার সঙ্গে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। যার প্রথমটি হবে আজ।
চ্যাম্পিয়নস ট্রফির অস্ট্রেলিয়া দল
স্টিভেন স্মিথ (অধিনায়ক) অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট,অ্যাডাম জাম্পা, শন অ্যাবট, বেন ডোয়ারশিস , জ্যাক ফ্রেজার–ম্যাগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাংহা।
এম/দৈনিক দেশতথ্য//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post