‘যে মুখে ডাকি মা-সে মুখে মাদক না‘‘ এমন স্লোগানে মাদক মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষে ছাতিয়ান ইউনিয়ন পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২২ এর ফাইনাল খেলা সমাপ্ত হয়েছে। মিরপুর উপজেলার আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে এই খেলা।
ফাইনাল খেলা উদ্বোধন ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি মো আবু জাফর সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বিচারপতির সহধর্মিণী ড. নার্গিস আফরোজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ এ কে এম টিপু সুলতান এবং তার সহধর্মিণী জুবদাতুন নেসা ।
আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মো সিরাজুল ইসলাম, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এইচ এম লিটন আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদের। দিশা এনজিওর নির্বাহী পরিচালক মোঃ রবিউল ইসলাম।
আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহ: শিক্ষক মোঃ আনিছুর রহমানের উপস্থাপনায় সভাপতিত্ব করেন গোল্ডকাপ টুর্নামেন্টের আয়োজক ছাতিয়ান ইউপির চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২২,২০২২//