Print Date & Time : 25 August 2025 Monday 1:18 am

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুরে র‍্যালি

মেহেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র‍্যালি করেছে মেহেরপুর জেলা ছাত্রদল।

আজ বৃহস্পতিবার বিকাল চারটার দিকে জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির এর নেতৃত্বে মেহেরপুর কাথুলি বাস স্ট্যান্ড এলাকায় জেট কে ফিলিং স্টেশনের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি”র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মেহেরপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন চাঁদ, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিদুল ইসলাম রাজন, দপ্তর সম্পাদক লিজন আলী, পৌর ছাত্রদলের আহ্বায়ক তৌফিক এলাহী, সদস্য সচিব জারজিস ইউসুফ রৌমিক, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত আফরোজ, সাবেক ছাত্রনেতা আহমেদ রাজিব খান সহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।