হাটহাজারী প্রতিনিধিঃ
হাটহাজারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছিপাতলী ইউনিয়ন শাখার সভাপতি মো.সাজ্জাদ হোসেন ও শ্রমিকদল সভাপতি সাইফুল সিকদার এর উপর চেয়ারম্যানের নেতৃত্বে পরিকল্পিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারী) রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে ছিপাতলী ইউনিয়ন যুবদল ও শ্রমিকদলের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নিশি রাতের ভোট চোর নুরুল আহসান লাভুর নেতৃত্বে স্বৈরাচার ব্যারিস্টার আনিস ও আওয়ামী লীগের প্রতাত্বদের নিয়ে সাজ্জাদ ও সাফুলের উপর হামলা চালানো হয়েছে। আমরা এ নেক্কারজনক হামলার তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীিজানাচ্ছি।
ভিকটিম সাজ্জাদ জানান, উপজেলার ৬নং ছিপাতলী ইউনিয়ন পরিষদের পশ্চিম পার্শ্বে সৈয়দ বিল থেকে ওই ইউপির চেয়ারম্যান নুরুল আহসান লাভুর নেতৃত্বে গত মঙ্গলবার সকালের দিকে স্কেবেটর দিয়ে কৃষি জমির টপসয়েল কেটে ড্রাম ট্রাক যোগে পরিবহন করা হচ্ছিল।এ সময় টপসয়েল কাটতে বাঁধা দেয়ায় চেয়ারম্যানের নেতৃত্বে ৭/৮ জন সাজ্জাদ ও সাইফুলের উপর অতর্কিত হামলা করে আমার ব্যবহৃত মোটর সাইকেল (হোন্ডা হর্নেট) ও মোবাইল সেট (স্যামসাং এস ৭০) ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলে এবং আমাকে ও সাইফুলকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
পরে আমাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় ছিপাতলী ইউনিয়নের চুন্নু মিয়া বাপের বাড়ীর মো.ইলিয়াছের পুত্র মুহাম্মদ সাজ্জাদ (২৮) বাদী হয়ে একই ইউপির ৩নং ওয়ার্ডস্থ আমিন উল্লাহ সারাং বাড়ীর মৃত ইসহাকের পুত্র নুরুল আহসান লাভু (৪৮) এবং খুলুন মাতব্বর বাড়ীর আবদুল গফুরের পুত্র মো.বেলাল (৪৪) সহ অজ্ঞাত নামা ৫/৬ জনকে বিবাদী করে হাটহাজারী মডেল থানায় অভিযোগ করেছেন বলেও জানান। ভিকটিম সাজ্জাদ সহ সংবাদ সম্মেলনে বক্তারা ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবী জানান।
এসময় ছিপাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: আবুল খায়ের, সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: শাহাজাহান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো: আলমগীর, দুবাই বিএনপির সাধারণ সম্পাদক মো: মুজিবুল হক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো: আবুল হোসেন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: আরিফ, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: ইয়াছিন সিকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: সালাউদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: নাছিম মেম্বার, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাছরিন আক্তার, উপজেলা কৃষকদল নেতা মো:খোকন সিকদার, উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মো: লিমন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ও ছিপাতলি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: সাইমান খায়ের (তুষার), ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: আলাউদ্দিন, ইউনিয়ন ছাত্রদল নেতা মাইনুদ্দীন, তারেক, অভি, নুরু, মিজান, বাদশা, মাহিন, ওবাইদুল, রাহাত, ফয়সাল, সাজেদ, যুবাইর, নুরুউদ্দিন, মুজাহিদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন
Discussion about this post