Print Date & Time : 21 August 2025 Thursday 6:41 pm

ছাত্ররাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ইবতেশাম রহমান সায়নাভ : ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের উপর হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাখার পক্ষ হতে উপাচার্য বরাবর স্মারক লিপি প্রেরণ করেন।

রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী বরাবর বেরোবি ছাত্রদলের সদস্য সচিব রাশেদ মন্ডল ও আহবায়ক মো. আল আমিন ইসলাম স্বাক্ষরিত একটি স্মারক লিপি প্রেরণ করেন।

স্মারক লিপিতে বলা হয়েছে, “পরিকল্পিতভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার প্রচেষ্টা এবং শহীদ আবু সাঈদ হত্যাকান্ডের মতো মর্মান্তিক ঘটনায় আমরা মর্মাহত ও ক্ষুব্ধ। ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের অধিকার আদায় এবং জাতীয় ইস্যুতে মত প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত। কিন্তু কিছু চক্র পরিকল্পিতভাবে ছাত্র রাজনীতিকে বন্ধ করে শিক্ষার্থীদের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালাচ্ছে, যা গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত।”

পাশাপাশি, শহীদ আবু সাঈদ হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আহবান জানানো হয়েছে প্রেরিত স্মারক লিপিতে।