Print Date & Time : 23 August 2025 Saturday 1:43 am

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় গাংনীতে ছাত্রদলের আনন্দ মিছিল

গাংনী প্রতিনিধি: ছাত্রলীগকে নিষিদ্ধ করায় মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে আনন্দ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে মেহেরপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজওয়ানুল হক ইমনের নেতৃত্ব এ আনন্দ মিছিল করা হয়।

এসময় নানা স্লোগানে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ প্রাঙ্গণ মুখর করে তোলেন।

নেতাকর্মীরা বলেন, ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে দেশের শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত হতে যাচ্ছে।

এসময় কলেজ ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ, ছাত্রদল নেতা সোহেল রানা, বাদশা ও সংগ্রাম-সহ অন্যান্য ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এহ/24/10/24/ দেশ তথ্য