Print Date & Time : 14 July 2025 Monday 12:10 pm

ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর ইউনিয়নে মানসিক ভাবে অসুস্থ ছেলে সালাউদ্দিন (২০)লাঠির আঘাতে মা রাবেয়া বেগম(৬০) মৃত্যুর ঘটনা ঘটে।

৩ সেপ্টেম্বর রোববার সকাল ১১ টায় পটুয়াখালী জেলার সদর উপজেলার বদরপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহত রাবেয়া বেগম পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোয়াজ্জেমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১১ টার দিকে ছেলে সালাউদ্দিনকে ভাত খাওয়ার জন্য বললে সালাউদ্দিন তার বোন মনিকা বেগমকে ধাওয়া দেয়। পরবর্তীতে সালাউদ্দিনের মা রাবেয়া বেগম আবারও ভাত খাওয়ার জন্য বললে সালাউদ্দিন রেগে গিয়ে ঘরে থাকা একটি তাল গাছের লাঠি দিয়ে রাবেয়া বেগমের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই রাবেয়া বেগম মাটিতে লুটিয়ে পরেন এবং মাথার খুলি ফেটে সেখানেই তার মৃত্যু হয়।
পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতল মর্গে প্রেরণ করে এবং অভিযুক্ত ছেলে সালাউদ্দিনকে পটুয়াখালী সদর থানায় নিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সাজেদুল ইসলাম সজল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আসামিকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

এ বিষয়ে সদর থানায় একটি মামলা করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানাগেছে আসামি মানসিক রোগী। তিনি গত কয়েক বছর ধরে চিকিৎসাধীন রয়েছেন। আদালত এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করবেন। নিহতের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিক দেশতথ্য//এইচ/