Print Date & Time : 24 August 2025 Sunday 11:02 pm

ছৈয়দ মছিহ্ উলাহ্ (কঃ) মির্জাপুরী’র ওরশ শরীফ

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ

আলেমকুল শিরোমনি, মুফতীয়ে আজম, শেখুল মশায়েখ, সুলতানুল-আওলিয়া হযরত শাহ্ ছুফি মাওলানা ছৈয়দ মছিহ্ উলাহ্ (কঃ) মির্জাপুরী প্রকাশ বড় মাওলানা ছাহেব কেবলা কাবার ১০৮ তম বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।

উক্ত ওরশ মির্জাপুর দরবার শরীফস্থ গাউছিয়া মছিহ্ মঞ্জিলে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহাসমারোহে সম্পন্ন হয়েছে।

সোমবার (১৮ মার্চ) উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাটের সৈয়দ পাড়ার মির্জাপুর দরবার শরীফস্থ গাউছিয়া মছিহ্ মঞ্জিলের সাজ্জাদানশীন ছৈয়দ মছিউল করিম মির্জাপুরী মাইজভান্ডারী (রঃ) এর একমাত্র আওলাদ ছৈয়দ শাহাদাৎ হুছাইন মির্জাপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরশ শরীফে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো.আবুল কালাম, মো.ইউনুচ, মো.রাব্বান, হাজী ইউসুফ, বটন কুমার দে, মো. আবু রাশেদ, মো. নজরুল, সো.আবুল বশর, মো.হারুন, মো.মাইনউদ্দীন, মো.হামিদ, মো. জাহেদুল ইসলাম জাবেদ, এড.নরুল ইসলাম নুর, শ্রী সুমন দাশ, প্রমূখ। এছাড়া আশেকানে গাউছিয়া হক ভান্ডারী মির্জাপুরী, শাহ আমানত দরগাহ শাখার সকল আশেক ও ভক্তবৃন্দ এবং দূর দুরান্ত থেকে আগত ভক্তমহল উপস্থিত ছিলেন।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিলো, রওজা শরীফ গোসল, খতমে কোরান ও গাউছিয়া শরীফ, মিলাদ শরীফ, ছেমা মাহফিল, আখেরী মোনাজাত ও সবশেষে তবরুক বিতরণ।

এতে দেশ ও জাতির কল্যানে দোয়া করে আখেরী মোনাজাত পরিচালনা করেন ছৈয়দ মছিউল করিম মির্জাপুরী মাইজভান্ডারী (রঃ) এর একমাত্র আওলাদ ছৈয়দ শাহাদাৎ হুছাইন মির্জাপুরী।

দৈনিক দেশতথ্য//এইচ//