Print Date & Time : 10 May 2025 Saturday 5:56 pm

ছোট্ট মাসুদ রানার জীবন বাঁচাতে সাহায্যের প্রয়োজন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া ৩ নং ওয়ার্ডের মডেল মসজিদের পাশের বাসিন্দা সোহেল রানার ছেলে, মাসুদ রানা, মাত্র কিছুদিন আগেও স্বাভাবিক জীবন যাপন করছিল।

কুষ্টিয়া কালিশংকরপুর এলাকার নূরানী হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করা এই ছোট্ট শিশুটি এক আকস্মিক স্ট্রোকের শিকার হয়। এতে করে মাসুদ রানা এখন প্রায় অচলাবস্থায় পৌঁছেছে।

ছেলেটির চিকিৎসা চলে আসছিলো ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে। কিন্তু অর্থনৈতিক সঙ্কটের কারণে চিকিৎসা বন্ধ হয়ে যায় এবং তাকে বাড়িতে ফিরিয়ে আনতে হয়।

চিকিৎসকদের মতে, পর্যাপ্ত চিকিৎসা পেলে মাসুদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার পরিবারের জন্য এই চিকিৎসার খরচ বহন করা খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

সমাজের দানশীল মানুষদের কাছে আবেদন

যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই ছোট্ট মাসুদ রানার সুস্থতার জন্য সাহায্য করতে ইচ্ছুক থাকেন, তবে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো:

যোগাযোগের নম্বর:

📞 01743-738945 (সোহেল রানা)

সাহায্যের এই ক্ষুদ্র প্রচেষ্টা মাসুদ রানার জীবনকে ফিরিয়ে দিতে পারে, তার পরিবারকে অসীম কষ্ট থেকে মুক্তি দিতে পারে।

এহ/02/11/24/ দেশ তথ্য