Print Date & Time : 24 August 2025 Sunday 12:10 pm

ছোট ভাইয়ের কব্জি কেটে নিলো বড় ভাই

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় র বড় ভাই শাহাব উদ্দিনের দায়ের কোপে তার ছোট ভাই শামসু উদ্দিনের (৩৭) হাতের কব্জি শরীর থেকে বিছিন্ন হয়ে গেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৯ই জানুয়ারি) বিকেলে জুড়ী থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে।

আহত শামসু উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, মুরশেদুল আলম ভূঁইয়া এবিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের আছার উদ্দিনের বড় ছেলে অভিযুক্ত আসামি শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।