ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকা থেকে বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে অজ্ঞাত (৪৫) নারীর অর্ধপোড়া উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, অর্ধপোড়া ওই নারীর লাশটি দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে একদল পুলিশ লাশটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নারীর পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, অজ্ঞাত নারীর পরিচয় জানার চেষ্টা করছে। এবং ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post