Print Date & Time : 13 September 2025 Saturday 2:05 am

জগন্নাথপুরে একাধিক মামলার পলাতক আসামিসহ গ্রেফতার ২

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের নির্দেশে একাধিক মামলার পলাতক আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার এসআই অলক দাশের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সিলেট নগরী থেকে একাধিক মামলার পলাতক উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী (জঙ্গলপাড়া) গ্রামের আব্দুস ছত্তারের ছেলে সামাদ ছমেদকে (৩৭) গ্রেফতার করা হয়েছে।
এদিকে থানার এসআই সাইফুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর (পশ্চিম হাটি) গ্রামের মৃত আছলম উল্লাহর ছেলে মখলিছ মিয়াকে (৪৭) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই আসামিকে বৃহস্পতিবার (১৫ জুন) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//