Print Date & Time : 25 August 2025 Monday 8:46 am

জগন্নাথপুরে মোবাইল ও ট্যাব উদ্ধার, গ্রেফতার ৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে ৬৭টি মোবাইল ও ৪টি ট্যাব উদ্ধারসহ চোরা চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ।

জগন্নাথপুর সার্কেল এএসপি সুভাশীষ ধর ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযানে সঙ্গবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়।
চক্রের গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর পৌর এলাকার জালালপুর গ্রামের মোম ছামিন উদ্দিনের ছেলে মোঃ মামুনুর রশিদ (৩৩), জগন্নাথপুর পৌর এলাকার ৬নং ওয়ার্ডে বসবাসকারী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মছকাপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে জাকের আহমদ রাজু (৩৩), জগন্নাথপুর পৌর এলাকার বাড়ি জগন্নাথপুর গ্রামের (সুহেল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া) হবিগঞ্জের আজমীরিগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মহিবুর রহমানের ছেলে আলমগীর হোসেন (৩৫), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামের লাল মিয়ার ছেলে এমরান আহমদ (৩১), জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামের (লন্ডনী ময়না মিয়ার বাড়ির ভাড়াটিয়া) হবিগঞ্জের আজমীরিগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মৃত নানু মিয়ার ছেলে মোজাক্কির মিয়া (৩২)। গ্রেফতারকৃত চক্রের ৫ সদস্যকে বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ/