Print Date & Time : 27 August 2025 Wednesday 1:54 am

জগন্নাথপুর কলেজ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ : সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।

রোববার (১১ জুন) বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অতিদপ্তরের আয়োজনে ফাইনাল ফাইনাল খেলায় ছাতক সরকারি কলেজকে টাইব্রেকার ৪-২ গোলে হারিয়ে জগন্নাথপুর সরকারি কলেজ ১ম ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের মধ্যে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী পুরষ্কার তুলে দেন। জেলা পর্যায়ে ফাইনাল খেলায় জগন্নাথপুর সরকারি কলেজ চ্যাম্পিয়ন হয়ে গৌরব অর্জন করায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দরা জগন্নাথপুর সরকারি কলেজকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।