কুষ্টিয়ায় জমি দেখতে গিয়ে ট্রেনে কাটা পড়ে সোবান মণ্ডল (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালের দিকে বটতৈল ইউনিয়নের কলাবাড়িয়া নামক স্থানে ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি হলেন বটতৈল মাদরাসা পাড়া এলাকার মৃত গফুর মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালের দিকে সোবান মণ্ডল কলাবাড়িয়া নামক স্থানে নিজের ফসলি জমি দেখতে বাড়ি থেকে বের হন এবং রেল লাইন ধরে হাঁটার সময়ে খুলনা থেকে ছেড়ে আসা নকশীকাথা এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ মারা যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পোড়াদহ রেলওয়ে থানার ওসি এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাগানো ফসলি জমি দেখতে গিয়ে ট্রেনে কেটে তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৯ মে ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post