Print Date & Time : 14 September 2025 Sunday 7:31 pm

জমি রেজিস্ট্রি না করে মারা যাওয়ায় লাশ দাফনে বাধা

কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে জমি রেজিস্ট্রি করে না দিয়ে মারা যাওয়ায় লাশ কবরস্থানে নেওয়ার পথে হামলার শিকার হয়েছেন মৃতের পরিবার। মঙ্গলবার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামে রাত ১১ টার দিকে এই ঘটনা ঘটেছে। হামলায় মৃতের পরিবারের ৪ জন আহত হয়েছেন। পরবর্তীতে পুলিশ পাহারায় লাশ দাফন করা হয়েছে।

মৃত ব্যক্তি জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামের মৃত কেতু মন্ডলের ছেলে দানেজ মন্ডল (৮০)।

স্থানীয় ও মৃত ব্যক্তির পরিবার জানান, প্রায় ১৫ বছর আগে দানেজ মন্ডল মধ্যস্থ হয়ে তার বড় জামাই খলিল সর্দারের ২৪ শতাংশ জমি খালেক প্রামানিকের কাছে বিক্রি করেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও খলিল সর্দার জমি রেজিস্ট্রি না করে দিলে এলাকায় একাধিকবার শালিসী বৈঠক হয়। কিন্তু কোনভাবেই সমাধান হয়না। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মারা যান দানেজ মন্ডল। রাত ১১টার দিকে লাশ দাফনের উদ্দেশ্য চর ভবানীপুর কবরস্থানে নেওয়ার পথে মজিবর মন্ডলের বাড়ির সামনে পৌঁছালে খালেক প্রামাণিকের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় মৃতের পরিবারের উপর।

হামলায় মৃত দানেজ মন্ডলের ছেলে রমজান মন্ডল (৫০), আমিরুল ইসলাম (৪০), আশরাফুল আলম (৩০) ও মৃত হাসেম মন্ডলের ছেলে শাহিন আলম (৩০) আহত হয়েছেন।বর্তমানে তারা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানাগেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিব হাসান বলেন, মৃত ব্যক্তি এলাকায় দেনা থাকার কারনে পাওনাদাররা লাশ দাফনে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশের সহযোগিতায় লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় এক পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে।