ঝিনাইদহ প্রতিনিধি:
জয়বাংলা ঐক্য পরিষদ ঝিনাইদহ জেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে।রোববার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জিলানী রহমান, সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন শাকিল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে শেখ কামালকে সভাপতি ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়াও সহ-সভাপতি পদে ইবনে সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইকরামুল হক ও রিয়াজ শেখ, সাংগঠনিক সম্পাদক পদে জুবায়ের হোসেন খোকন, মিরাজ শেখ, রাব্বুল শেখ, প্রচার সম্পাদক ইমতিয়াজ আবরার ও দপ্ত সম্পাদক পদে শিবালী রহমানকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় জয়বাংলা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির জরুরি সিন্ধান্ত মোতাবেক ঝিনাইদহ জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম না থাকায় পুর্বের কমিটি বিলুপ্ত করা হয়েছে। এছাড়াও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে আগামী ১ বছরের জন্য এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হলো। আগামী ৩০ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় সভাপতি জিলানী রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আল মনছুর দ্বীন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোরসালিন-উজ-জামান সাব্বির। নব-গঠিত এই কমিটিতে স্বাগত জানিয়েছে ঝিনাইদহের নানা শ্রেণী পেশার মানুষ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post