মো: রাসেল, বরগুনা: বরগুনা জেলার পায়রা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ ধরার অপরাধে তিন জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ মে) দুপুরে তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা এ আদেশ দেন।
দন্ড প্রাপ্ত জেলেরা হলেন বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের মজিবর গাজি (৩২), মোঃ সোলাইমান (২৫) ও ছিদাম (৫০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইলিশের উৎপাদন বৃদ্ধিতে ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত নদীতে জাটকা ইলিশ শিকার ,পরিবহন ও আহরণ নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু সরকারী নির্দেশনা অমান্য করে জেলেরা পায়রা নদীতে জাটকা ইলিশ শিকার করছিল। মঙ্গলবার সকালে পায়রা নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে জাটকা ইলিশ শিকাররত অবস্থায় মজিবর গাজি (৩২), মোঃ সোলাইমান (২৫) ও ছিদাম (৫০) নামের তিন জেলেকে আটক করে।
পরে তাদের তালতলী ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক ও নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা তাদেরকে এক বছর করে কারাদন্ডের আদেশ দিয়েছেন।
এ অভিযানে ৩৯ টি নিষিদ্ধ বেহুন্দি জাল, এক লক্ষ ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারীসহ জাটকা ইলিশ জব্দ করা হয়। যার অনুমানিক মূল্য ৬ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানান মৎস্য বিভাগ।
জব্দ করা জাটকা ইলিশ স্থানীয় এতিমখানায় বিলিয়ে দেওয়া হয় ও জব্দকৃত জালগুলো আগুনে পুড়ে ফেলা হয়েছে।
তালতলী উপজেলা মেরিন ফিসারীজ অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালীউল্লাহ শুভ বলেন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড পায়রা নদীতে যৌথ অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ শিকারের অপরাধে মৎস্য আইনের ৫ ধারায় তিন জেলেকে এক বছর করে কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post