মেহেরপুর প্রতিনিধি : জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, স্মার্ট জাতি গঠনের জন্য খাদ্য নির্দেশিকা ২০২০ বাস্তবায়ন করতে হবে।
আমরা প্রতিনিয়ত যে সমস্ত খাবার খাচ্ছি সেগুলো আমাদের কিডনি সহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা ভেবে খাচ্ছি না।
ফলে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে চিকিৎসার জন্য। বিশুদ্ধ খাবারের সাথে ঈমান আমলের সম্পর্ক রয়েছে। আজ সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় খাদ্য নির্দেশিকা বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুরে এক প্রশিক্ষণে তিনি এসব কথা গুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহিদুল আলম।
বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার এসএম নাজমুল হক ,খাদ্য মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা গোলাম ফারুক বান্না, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ খালেক ও সাংবাদিক বৃন্দুরাসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষরা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১১ মার্চ ২০২৪