Print Date & Time : 24 August 2025 Sunday 9:16 pm

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে গাংনীতে র‍্যালি ও আলোচনা সভা

মেহেরপুর প্রতিনিধি: ‘দুর্যোগের পূর্বভাস প্রস্তুতি, বাসায় প্রাণ ক্ষয়ক্ষতি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ সোমবার সকাল দশটায় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, গাংনী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা এবং অন্যান্য সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষ।

এর আগে উপজেলা পরিষদ দপ্তর থেকে একটি র‍্যালি বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা চত্বরে অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া অনুষ্ঠিত হয়।