মেট্রোরেল স্টেশনের নাম জাতীয় প্রেস ক্লাব স্টেশন করার দাবি
আজ জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বলা হয়েছে মেট্রোরেল নির্মাণকালে জাতীয় প্রেস ক্লাব অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। প্রেস ক্লাবের পক্ষ থেকে বারবার দাবি উত্থাপনের পরও স্টেশনের নাম জাতীয় প্রেস ক্লাব করা হয়নি। এতে সদস্যরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
সভায় সভাপত্বি করেন ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। ক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া ২০২২ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন। সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী স্ব-স্ব রিপোর্ট পেশ করেন।
রিপোর্ট নিয়ে সাইফুল আলম, মন্জুরুল আহসান বুলবুল, মোঃ ওমর ফারুক, তরুণ তপন চক্রবর্তী, সৈয়দ শাহনেওয়াজ করিম, উম্মুল ওয়ারা সুইটি, খায়রুল আলম, রফিক আহমেদ মুফদি (মুফদি আহমেদ), মোঃ সিদ্দিকুর রহমান, একেএম মহসীন, আকতার হোসেন, দেলোয়ার হাসান, সাঈদ তারেক, নাজমূল হক সরকার ও মনির হোসেন লিটন আলোচান করেন।
আলোচনায় দ্রুত নতুন সদস্য পদ প্রদান, ক্যান্টিনে খাবারের মান উন্নয়ন, ক্লাবের সকল সদস্যকে কল্যাণ তহবিলের আওতায় আনা এবং সদস্যদের স্বাস্থ্য সেবা বৃদ্ধিসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
রুবেল//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২২,২০২৩//