নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়নের মির্জাপুর ক্যাডেট কলেজ সংলগ্ন হরিদ্রাচালা। গতকাল শুক্রবার রাজধানী ঢাকার মতিঝিলে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে দিন ব্যাপি ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ফলফল ঘোষনা করে বিপ্লবকে সভাপতি নির্বাচিত ঘোষনা করা হয় বলে আজ শুক্রবার খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল নিশ্চিত করেছেন। তিনি সর্বোচ্চ ৮০ পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে তার প্রতিদ্বন্ধি ছিলেন তিন জন। প্রতিদ্বন্ধিদের মধ্যে কালিগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতি লি. এর মো. আনোয়ারুল আজীম পেয়েছেন ৬৭ ভোট, কেরানিগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতি লি. এর মো. আব্দুর রউফ শাহীন পেয়েছেন ৩৪ ভোট এবং কোঠালিপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতি লি. এর বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন পেয়েছেন ৪২ ভোট।
এদিকে মির্জাপুরের সন্তান বিপ্লব বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি জননেতা মো. ফজলুর রহমান খান ফারুক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক শেখ দিপু, সহকারী কমিশনার (ভুমি) মীর্জা মো. জুবায়ের হোসেন ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাইন্সিলের আহবায়ক শামীম আল মামুন ।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post