জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন করোনায় (পজিটিভ) আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার ফরিদা ইয়াসমিন তার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেন। পোস্টে তিনি লিখেন, ‘হাসপাতালের জানালা দিয়ে অস্তমিত সূর্য দেখা।বড় অদ্ভুত এ জীবন। কে কখন কোথায় থাকবে কেউ জানেনা। তবুও কত অহংকার ক্ষুদ্র এ জীবন নিয়ে। জীবনের পরতে পরতে উপলব্ধি করেছি ভালবাসার শক্তি। মানুষের ভালবাসাই আমার জীবনের বড় অর্জন। আমাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, ফোন করছেন কিন্তু সব ফোন ধরতে পারছিনা সবাইকে বলছি আপনাদের ভালবাসাই আমার বেঁচে থাকার শক্তি। আমি ভাল আছি। আপনাদের প্রার্থনায় যেন সবসময় থাকি।’
এর আগে গত সোমবার (৩ জানুয়ারি) প্রেসক্লাব সভাপতি নিজেই করোনা পজিটিভি হওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘করোনা ভাইরাস বাংলাদেশে শণাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। তারপর ফ্যামিলিতে নানা বিপর্যয় ঘটে।নঈম কোভিডে আক্রান্ত হয়। একসময় সুস্থ হয়ে উঠে। আমার মা মারা যান। মাসখানেক আগে নঈম দ্বিতীয়বারের মত আক্রান্ত হয়।সুস্থ হয়েও উঠে। দুই বছর নিজকে সামলে রেখেছিলাম। কিন্তু ২০২২ এসে আর পারলাম না । কোভিড ১৯ ছাড়ল না। সবার কাছে দোয়া চাই।’
দৈনিক দেশতথ্য//এল//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post