স্টাফ রিপোর্টার: জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি আজ দায়িত্ব গ্রহণ করেছে।
নবনির্বাচিত ও বিদায়ী কমিটির যৌথ সভার মধ্যদিয়ে দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।
এতে সভাপতিত্ব করেন ফরিদা ইয়াসমিন।
সভার শুরুতে সূচনা বক্তব্যে সভাপতি ফরিদা ইয়াসমিন নতুন বছরে নতুন ও বিদায়ী কমিটির সবাইকে অভিনন্দন জানান।
বিদায়ী সাধারণ সম্পাদক ইলিয়াস খান নবনির্বাচিত সাধারণ সম্পাদক শ্যামল দত্তের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
এরপর নবনির্বাচিত সাধারণ সম্পাদক শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি আধুনিক ও স্মার্ট প্রেস ক্লাব গঠনে তার প্রতিশ্রুতি পুন:ব্যক্ত করেন।
সভায় জাতীয় প্রেস ক্লাবের সদ্য প্রয়াত সদস্য মাইন উদ্দিন আহমেদ-এর আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নবনির্বাচিত ও বিদায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।
বরেণ্য স্থপতি ও বীর মুক্তিযোদ্ধা মোবাশে্বর হোসেনের মৃত্যুতে সভায় আনুষ্ঠানিক শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাবে বলা হয়, তাঁর মৃত্যুতে শুধু দেশের নয়, জাতীয় প্রেস ক্লাবেরও অপূরণীয় ক্ষতি হয়েছে। কারণ তিনি ক্লাবের বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের নকশা প্রণয়নের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁর বিদেহীর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
প্রিন্ট করুন
Discussion about this post