চট্টগ্রামের হাটহাজারীর অধ্যাপক জাবীদ মাঈন উদ্দীন জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
তিনি বর্তমানে কক্সবাজারের টেকনাফ উপজেলায় টেকনাফ সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ (বাসকশিপ) কেন্দ্রীয় কমিটি, ঢাকার সম্মানিত নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাওয়া অধ্যাপক জাবীদ মাঈন উদ্দীন সমসাময়িক বাংলা সাহিত্যের একজন প্রথাবিরোধী কবি,গীতিকার ও কথা সাহিত্যিক।
ছাত্র ছাত্রী ও সুধীমহলে স্পষ্টবাদী সজ্জন ব্যক্তিত্ত্ব হিসেবে তাঁর ব্যাপক সুখ্যাতি রয়েছে। – বিজ্ঞপ্তি।

Discussion about this post